রিমঝিম রিমঝিম বরষার ওই নূপুর বাজায় কে ?
গুরগুর গুরগুর ভাদরের ওই
মাদল বাজায় কে ?
এই আমার দেশেতে
আমার দেশেতে
আঁজলাভরা শীতল জলে
তৃষ্ণা মেটাই কে ?
চলার পথে বকুল ফুলার
শিউলি ছড়াই কে ?
এই আমার দেশেতে
আমার দেশেতে
ছোট ছোট নদীর ধারা
কোথায় সাগর হয়
এই নীল সাগরে পাড়ি দিতে
লাগেনা তো ভয়
ও আমার
মাটির দেশেতে
ঘাঁসের পরে শিশির ভেজা
মুক্ত ছড়াই কে ?
পূব আকাশের সিদুর দিয়ে
চিঠি রাঙাই কে ?
এই আমার দেশেতে
আমার দেশেতে
সকাল দুপুর মাথারে ঘাম
পায়ে ফেলে রে
কোথায় ঘামের বিনিময়ে সোণা ফলে রে
ও আমার
সোণার দেশেতে
আঁহা রিমঝিম রিমঝিম বরষার ওই
নূপুর বাজায় কে ?
ভাইকে কোথায় জড়িয়ে ধরে
ভায়ের বুকেতে
নতুন পুরুষ রক্ত দিয়ে
রাঙাই মাটিকে
অবহেলা সড়িয়ে রাখে
হাসিমুখেতে
ও আমার মাটির দেশেতে
আঁহা রিমঝিম রিমঝিম বরষার ওই
নূপুর বাজায় কে ?
এই আমার দেশেতে
সোণার দেশেতে
এই মাটির দেশেতে
সোণার দেশেতে
এই আমার দেশেতে
আমার দেশেতে l