আগুন ভেবে যারে কাছে ডাকিনি,
মন তবু তারে চায়।
ভুল বুঝে কী
নিলো ফাগুন বিদায়—
আগুন ভেবে যারে কাছে ডাকিনি।
মেঘ সেটা কালো তাই চাইনি,
ভরা শ্রাবণের জোয়ার পাইনি।
মেঘ সেটা কালো তাই চাইনি,
ভরা শ্রাবণের জোয়ার পাইনি।
হারানো দিন ফিরে এলো কি না এলো,
হারানো দিন ফিরে এলো কি না এলো—
সময় তো ফাঁকি দিয়ে যায়।
আগুন ভেবে যারে কাছে ডাকিনি,
মন তবু তারে চায়।
ভুল বুঝে কী
নিলো ফাগুন বিদায়—
আগুন ভেবে যারে কাছে ডাকিনি
ফুল তাতে কাঁটা তাই তো ধরিনি,
সুবাসেতে এই প্রাণ ভরিনি।
ফুল তাতে কাঁটা তাই তো ধরিনি,
সুবাসেতে এই প্রাণ ভরিনি।
সময় ও সময় বুঝে কী না বুঝে,
সময় ও সময় বুঝে কী না বুঝে—
প্রেম তো উঁকি দিয়ে যায়।
আগুন ভেবে যারে কাছে ডাকিনি,
মন তবু তারে চায়।
ভুল বুঝে কী
নিলো ফাগুন বিদায়—
আগুন ভেবে যারে কাছে ডাকিনি।