আকা বাকা এই পথের

কন্ঠ: ভূপেন হাজৰিকা আৰু হেমন্ত কুমাৰ
কথা: পবিত্ৰ মিত্ৰা

হে: কু:
আকা বাকা এই পথের দু-কাষের নই চধু
ফুলে ফুলে নই অকো ঝাওয়া!

ঝাওয়া!
পথিক কামরা চলে দূরের সীমান্তের
আমাদের আর আছে ঝাওয়া!
ঝাওয়া!
আকা বাকা এই পথের দু-কাষের নই চধু
ফুলে ফুলে নই অকো ঝাওয়া!
ঝাওয়া!
পথিক কামরা চলে দূরের সীমান্তের
আমাদের আর আছে ঝাওয়া!
ঝাওয়া!
হেইয়া না… হেইয়া না… হেইয়া না… হেইয়া!
হেইয়া না… হেইয়া না… হেইয়া না… হেইয়া!

হে: কু:
পনে কাটার পথ
ছাড়িয়ে যাব’ মোর
অনেক আধার পল হয়ে!
পনে কাটার পথ
ছাড়িয়ে যাব’ মোর
অনেক আধার পল হয়ে!

ভূ:হা:
দিশাহীন যাত্রী
হারাব’ পথের দিশা
শুধুকি দুখের বুঝা বইয়ে!

হে: কু:
সেবুলি চোখের জলে
মুজবে আলোর রেখা!
নিকা মোর নিয়তির খেলা!

ভূ:হা:
আলোকের বাঁশিতে
গান তুমি শুনবে!
সেও যে নো আমাদের গাওয়া!

দ্বৈত:
গাওয়া!
পথিক কামরা চলে
পথিক কামরা চলে দূরের সীমান্তের
আমাদের আর আছে ঝাওয়া!
ঝাওয়া!
হেইয়া না… হেইয়া না… হেইয়া না… হেইয়া!
হেইয়া না… হেইয়া না… হেইয়া না… হেইয়া!

হে: কু:
আঁধারকে হন হতে
আলোর মল খেদে
আলো গৈ এই পৃথিবীতে!
আঁধারকে হন হতে
আলোর মল খেদে
আলো গৈ এই পৃথিবীতে!

ভূ:হা:
তোমরাও আসবে
আশার তরীতে ভেড়ে
আমাদের উপহার নিতে!

হে: কু:
অনেক খুশির গান
অনেক ফুলের মালা!
আকাশ পাতাল ভরে তুলবে!
অনেক খুশির গান
অনেক ফুলের মালা!
আকাশ পাতাল ভরে তুলবে!

ভূ:হা:
অনেক মুকুল যারা
শুকাই যায়নি আর
আবার মাধুরি নিয়ে দুলবে!

দ্বৈত:
সেই তো শপথ মরা
নিয়েছি প্রথম দিনে
মিটবে সব যাওয়া-পাওয়া!
পাওয়া!
আকা বাকা এই পথের দু-কাষের নই চধু
ফুলে ফুলে নই অকো ঝাওয়া!
ঝাওয়া!
পথিক কামরা চলে দূরের সীমান্তের
আমাদের আর আছে ঝাওয়া!
ঝাওয়া!

হেইয়া না… হেইয়া না… হেইয়া না… হেইয়া! (অ’.. আলাপ আরম্ভ)
হেইয়া না… হেইয়া না… হেইয়া না… হেইয়া!
হেইয়া না… হেইয়া না… হেইয়া না… হেইয়া!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 
Scroll to Top