ও বিদেশী বন্ধু- ভাগ্যহত!
আজি কেন গো বন্ধু, মর্মাহত?
প্রতিধ্বনি শুনি কান্নার।
ও বিদেশী বন্ধু- ভাগ্যহত!
আজি কেন গো বন্ধু, মর্মাহত?
প্রতিধ্বনি শুনি কান্নার।
ও বিদেশী বন্ধু- ভাগ্যহত!
জাহাজ ভাসালি প্রেমের সাগরে,
পেলি না কোন বন্দর,
ঘূর্ণিপাকেতে বন্দী হলি,
হারালি যে তোর নোঙ্গর।
ও বিদেশী বন্ধু- ভাগ্যহত!
চামেলি দেখলি চিরসবুজে,
অতি মনোমুগ্ধকর-
আলতো পরশে সৌরভ নিতে
চামেলি হল যে পর।
ও বিদেশী বন্ধু- ভাগ্যহত!
আজি কেন গো বন্ধু, মর্মাহত?
প্রতিধ্বনি শুনি কান্নার।
ও বিদেশী বন্ধু- ভাগ্যহত!
Click here to read this in Assamese.