ওই কাজল কাজল দীঘি

ওই কাজল কাজল দীঘি আর পদ্ম পাতার না

দেখে মনে পড়ে দ্বিজল খুলি আলতা দুধি পা

সেই তো আমার মায় আমার চাঁদ উজালী মা।

ওই বেণু বনের আড়ে ঐ কাপাস ক্ষেতের ধারে

যার রাঙা পাড়ে আঁচল দোলায় হিমেল হিমেল বা

সেই তো আমার মায় আমার জুইয়ির ডালি মা।

যার নামটি শুনে চকিত চোখে চায় গো শ্যামলী

সবুজ সোনার দিন খুঁজে যার কেশের মেঘালি।

আজ পৌষ পাবনের রাতে এই মাটির আঙিনাতে

আজ মনে পড়ে সোনার হাতে রাঙা সোনার শাঁখা

সেই তো আমার মায় আমার শ্যাম দুলালী মা।।

Lyrics : অৰ্চনা পুৰী

Click here for the Assamese version.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 
Scroll to Top