কন্ঠ: ভূপেন হাজারিকা
কথা ও সুর : লোকমান হোসেন ফকির
প্রকাশকাল: ১৯৮৫
আমায় একজন শাদা মানুষ দাও
যার রক্ত শাদা
আমায় একজন কালো মানুষ দাও
যার রক্ত কালো
যদি দিতে পারো
প্রতিদান যা কিছু চাও হোক অমূল্য পেতেই পারো ||
উত্তর মেরু হতে দক্ষিণ মেরু
যত মানুষ আছে
পশ্চিম হতে ওই পূরব দিগন্তে
মানুষ আছে
একই রক্ত মাংসে গড়া
প্রেম প্রীতিতে হৃদয় ভরা
সেই মানুষে কেন তোমরা ভিন্ন করো
ভেদাভেদ সৃষ্টি করো ||
জন্ম হতে ওই মৃত্যু যদি
তুমি হিসাব করো
এই পৃথিবীর ধর্ম যত
তুমি বিচার করো
দেখবে সেথায় একই কথা
ঊর্ধ্বে সবার মানবতা
সেই কথাতেই বলে সবাই বরাই করো
আবার কেন লড়াই করো ||
এই দুনিয়ায় হয়নি সৃষ্টি
স্রষ্টা ছাড়া
একই সূর্যের আলোয় সবার
দৃষ্টি ভরা
একই মেঘ আর বৃষ্টিতে
আল্লাহ্ তালার সৃষ্টিতে
সব মানুষ বেঁচে আছি
যদি ধর
তবে কেন গরব করো ||
Click Here for the Assamese Version
