আমার গানের হাজার শ্রোতা
তোমায় নমস্কার!
গানের সভায়
তুমিই তো প্রধান অলংকার!
প্রয়াস করি সবার মুখে
হাসি ফুটাতে!
প্রয়াস করি দুঃখের বেদনার
অশ্রু মুছাতে!
তোমার ক্রোধে
ক্রোধান্বিত
হয়ে গান রচি!
প্রতি মানুষের কাছে
সুরের ডালি চাই,
তাই সুরের ফুলে ফুলে
আজ জীবন একাকার!
গানের সভায়
তুমিই তো প্রধান অলংকার!
শৈশবে গানের সভায়
যখন প্রথম গাই,
সে গান শুনে ভালোবেসে
বুকে দিলে ঠাঁই!
তোমার বুকের উচ্ছল প্রাণের
প্রেরণা যে পেয়ে
জীবনের এই দুপুরে
চলেছি গান গেয়ে।
গানের সভায় আমি ছিলাম
তোমাদের আবিষ্কার!
গানের সভায় তুমিই তো
প্রধান অলংকার!
আমার গানের হাজার শ্রোতা
তোমায় নমস্কার!
গানের সভায়
তুমিই তো প্রধান অলংকার॥