গোপনে গোপনে কত যে খেলি
আলিঙ্গনের এই খেলা
ভাসাই এসো প্রেমের সাগরে
সবুজ প্রাণেরই ভেলা
গোপনে গোপনে কত যে খেলি।
তোমার আমার মধুর মিলন
দেখুক সকলে প্রিয়া
হৃদয় আমার উমর খৈয়াম
সাকি যেন তব হিয়া।
যৌবনের কি পাপ থাকে?
প্রকাশ কি বন্ধ থাকে?
সাগরের বুকে লহর নাচে
প্রেমেরই মণিমেলা
গোপনে গোপনে কত যে খেলি।
তোমার নয়নে কবিতা
তোমার অধরে কবিতা
প্রতি চাহনিতে কবিতা
আমার প্রেমের কবিতা।
মনের ঘরের বন্ধ দুয়ার
খুলে দাও খুলে প্রিয়া
মানিনা বাঁধন সমাজ শাসন
সবাই যাক জানিয়া
প্রেমেতে কি নিয়ম থাকে?
বাতাসের কি পরিধি থাকে?
প্রভাতকে কি ঢাকতে পারে?
মেঘের আঁধার বেলা
গোপনে গোপনে কত যে খেলি।
Lyrics : শিৱদাস বেনাৰ্জী