একখানা মেঘ ভেসে এলো আকাশে
একঝাঁক বুনোহাঁস পথ হারালো।
একা একা বসে আছি জানালাপাশে।
সে কি আসে আমি যারে বেসেছি ভাল?
একখানা মেঘ ভেসে এলো আকাশে
একঝাঁক বুনোহাঁস পথ হারালো।
একা একা বসে আছি জানালাপাশে।
সে কি আসে আমি যারে বেসেছি ভাল?
একখানা মেঘ ভেসে এলো আকাশে-
এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে-
শরমে রাঙে মন, কেন কে জানে?
এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে-
শরমে রাঙে মন, কেন কে জানে?
ভালবেসে চুপি চুপি দিয়েছে দোলা।
একমুঠো অনুরাগে মন ভরালো।
একখানা মেঘ ভেসে এলো আকাশে-
আমি এক যক্ষ মহানগরের-
যারে ডাকি কেন তার পাই না সাড়া?
চোখে তাই ঝরোঝরো বৃষ্টিধারা।
আমি এক যক্ষ মহানগরের-
যারে ডাকি কেন তার পাই না সাড়া?
চোখে তাই ঝরোঝরো বৃষ্টিধারা।
ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা,
এসময়ে ভাল আর লাগে না একা।
ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা,
এসময়ে ভাল আর লাগে না একা।
বাতাসের হাতে আজ পেলাম চিঠি
বিরহের কথা মেঘ লিখে পাঠালো।
একখানা মেঘ ভেসে এলো আকাশে
একঝাঁক বুনোহাঁস পথ হারালো।
একা একা বসে আছি জানালাপাশে।
সে কি আসে আমি যারে বেসেছি ভাল?
একখানা মেঘ ভেসে এলো আকাশে-
Click here to read in Assamese.