আগুণ জ্বেলে দুই চোখেতে বুকে বেঁধে ঝড়
আমার ভাইটি হারিয়ে গেল জান কি খবর তার
জান কি খবর তার জান কি খবর ..
দুঃশাসনের বিপরীতে শিকল ভাঙ্গা পণ
শোষণহীনের সমাজ গঢ়ার ছিল যে স্বপণ
পথের খুঁজে আকুল হয়ে পথকে করে ঘর
পথের খুঁজে আকুল হয়ে পথকে করে ঘর
আমার ভাইটি হারিয়ে গেল জান কি খবর তার
জান কি খবর তার জান কি খবর ..
ইষ্টেচনের শেষ গাড়ীটা চলে যাওয়ার পরে
দুচোখ মুচে বৃদ্ধ পিতা ফিরে আসে ঘরে
অনিশ্চিতের আশংকাতে ভয়ে ঝড়ঝড়
অনিশ্চিতের আশংকাতে ভয়ে ঝড়ঝড়
আমার ভাইটি হারিয়ে গেল জান কি খবর তার
জান কি খবর তার জান কি খবর ..
মুক্তিকামীর মনের আশা অবহেলা পেলে
অনাগত প্রলয়েরই আগুণ দেবে জ্বেলে
মুক্তিকামীর মনের আশা অবহেলা পেলে
অনাগত প্রলয়েরই আগুণ দেবে জ্বেলে
সেই শপথেই যেন মালিক ছেড়ে শেষে ঘর
সেই শপথেই যেন মালিক ছেড়ে শেষে ঘর
আমার ভাইটি হারিয়ে গেল জান কি খবর তার
জান কি খবর তার জান কি খবর ..
আগুণ জ্বেলে দুই চোখেতে বুকে বেঁধে ঝড়
আমার ভাইটি হারিয়ে গেল জান কি খবর তার
জান কি খবর তার জান কি খবর ..
Click Here for Assamese Version